বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচাল বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ০৮:২১
শেয়ার :
বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচাল বৃষ্টি

হার ছিল প্রায় নিশ্চিত। বাংলাদেশের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে ফেলে ভারত। তখনই দিনের অন্য সময়ের মতো বাগড়া দেয় বৃষ্টি। পরে ম্যাচই আর শুরু করা যায়নি। পরিত্যক্ত হয় ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ তথা বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় একটি লজ্জা থেকেও বাঁচল বাংলাদেশ। ১ পয়েন্ট পাওয়ায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা থেকে রক্ষা পেলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ–পাকিস্তান দুই দলেরই পয়েন্ট সমান ৩ করে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয়ে ২ পয়েন্ট আর আজ ভারতের বিপক্ষে সৌভাগ্যে পাওয়া ১ পয়েন্ট তাদের সাতে তুলে এনেছে।

গতকাল রোববার ম্যাচে কয়েক দফা বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথমে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে, পরে ২৭ ওভারে। এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। টেনেটুনে ২৭ ওভার খেললেও ৯ উইকেটে ১১৯ রানের বেশি করতে পারেনি।

সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি করেন ২৬। প্রায় টি–টোয়েন্টিতে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কা আসে রিতু মনির ব্যাট থেকে। ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব নেন ৩ উইকেট।

ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর উড়ন্ত শুরু এনে দেওয়ার পর অনায়াস জয়ের দিকেই যাচ্ছিল ভারত। কিন্তু ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবার মুষলধারে বৃষ্টি নামে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।