উত্তেজনায় ঠাসা ক্লাসিকো জিতে বার্সার চেয়ে অনেক এগিয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৩
শেয়ার :
উত্তেজনায় ঠাসা ক্লাসিকো জিতে বার্সার চেয়ে অনেক এগিয়ে রিয়াল

উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখল ফুটবল দর্শকরা। বার্সেলোনোর বিপক্ষে গত মৌসুমে চার এল ক্লাসিকোতেই হারার পর রোববার রাতে এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে জিতল রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলেও ব্যবধান ৫ করে নিল জাবি আলোনসোর শিষ্যরা। 

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আসল নায়ক জুড বেলিংহাম। ২২ মিনিটে ইংলিশ তারকার বানিয়ে দেওয়া বল থেকেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে জালের দেখা পাওয়ার পর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ম্যাচে গোলহীন ছিলেন এমবাপ্পে। পরের ম্যাচেই আবার গোল করলেন তিনি। ১১ গোল নিয়ে চলতি আসরের সর্বোচ্চ স্কোরার বিশ্বকাপজয়ী এই তারকা।

৩৮ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফিরিয়েছিল বার্সা। যদিও কাতালানদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে ব্যবধান ২–১ করে ফেলেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও রক্ষণ ঠিকঠাকভাবে সামলে ব্যবধানটা ধরে রাখে রিয়াল।

ম্যাচের শেষ দিকে ছড়ায় বেশ উত্তাপ। শেষ মিনিটে অহেলিয়া চুমামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেই ঘটনায় টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন ফুটবলার। শেষ বাঁশিও বাজে একটু পরই। এরপর আবার মাঠে হাতাহাতি হয় দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে। পরে গোল হয়ে উল্লাসে মেতে ওঠেন রিয়ালের ফুটবলাররা।