হোপের কাছে চট্টগ্রামের উইকেট ভালোই মনে হচ্ছে, তবে...

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ২১:১৮
শেয়ার :
হোপের কাছে চট্টগ্রামের উইকেট ভালোই মনে হচ্ছে, তবে...

মিরপুরের ঘনকালো উইকেট দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তখন তার পাশেই বসা ছিলেন দলটির অধিনায়ক শেই হোপ। মিরপুরের উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় থাকলেও চট্টগ্রামের উইকেট নিয়ে একদমই নেই। এই মাঠেই হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আগামীকাল সোমবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক হোপ। মিরপুর ও চট্টগ্রামের উইকেট যে আলাদা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার। প্রকাশ করেছেন সন্তুষ্টিও। তবে এখনই পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক। 

পিচ নিয়ে হোপ বলেন, ‘দেখে মনে হচ্ছে ভালো। শুধু চোখে দেখলেই বোঝা যায়, এটা ঠিক আছে। আমি যখনই চট্টগ্রামে আসি, ব্যাটসম‍্যান হিসেবে ব্যাট করার জন্য এটি বেশ ভালো উইকেট। তাই বলতে পারি, এটা ভালো মনে হচ্ছে। তবে আমি সবসময় বলি, যাচাই-বাছাই করার পরে দেখতে হবে আসল অবস্থাটা কেমন। আপনার ইনিংস কেমন হবে তা হিসাব করতে হবে। শেষ পর্যন্ত স্পিন বেশি হবে কিনা, না কি বলটা শেষ দিকে স্কিড করবে। এসব বিবেচনা করতে হবে, তারপর আসে আসল মূল্যায়নের সময়।’

ওয়েস্ট ইন্ডিজের এবারের ব্যাটিং লাইন আপ বেশ দীর্ঘ। ঠিকঠাক কাজ করলে যা বিপদে ফেলে দিতে পারে বাংলাদেশকে। হোপও জানেন নিজেদের শক্তির কথা, ‘একটি নির্দিষ্ট শক্তি আলাদা করে বলা মুশকিল। তবে আমি মনে করি, বর্তমানে আমাদের যে গভীরতা আছে, তা আমাদের ব্যাটিংয়ে। আমাদের ব্যাটিংয়ের এই পাওয়ার নিশ্চয়ই সেরা মানের।’

তবে ব্যাটারদের কাজে প্রমাণ করে দেখাতে হবে বলেও মনে করেন হোপ, ‘কাগজে নামগুলো বড় দেখালেই হবে না, মূল বিষয় হল পারফরম্যান্সে ধারাবাহিক থাকা। আমাদের বোলারদের অবশ্যই ওয়ানডে সিরিজের চেয়ে ভালো করতে হবে। আর ব্যাটাররা যদি ঠিকঠাক খেলতে পারে, আমি নিশ্চিত আমরা দল হিসেবে দারুণ সিরিজ খেলব।’