নাঈম-রনির সেঞ্চুরি, আফিফের হ্যাটট্রিকসহ ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৪
শেয়ার :
নাঈম-রনির সেঞ্চুরি, আফিফের হ্যাটট্রিকসহ ৬ উইকেট

জাতীয় লিগের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন রংপুরের ৩৮ বছর বয়সের তারকা নাঈম ইসলাম ও ময়মনসিংহের মূলত পেসার আবু হায়দার রনি। অন্যদিকে, বরিশালের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে চমকে দিয়েছেন খুলনার আফিফ হোসেন। 

রংপুরের বিপক্ষে আগের দিন ২২১ রানেই অলআউট হয়েছিল ঢাকা। নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৬৫ রান তুলে প্রথম দিন শেষ করে রংপুর। আজ দলটি ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। এরই মধ্যে লিড পৌঁছে গেছে ৮৭ রানে। 

রংপুরের হয়ে আজ ১৬ চারে ১১১ রান করে অপরাজিত আছেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি আগে থেকেই তার। ২৯১ ইনিংসে ৩৪তম শতকে সেটিকে আরও সমৃদ্ধ করলেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের অন্য ম্যাচে অপরাজিত ১০৭ রান করেন ময়মনসিংহের আবু হায়দার। সিলেটের বিপক্ষে তার ১০৫ বলের ইনিংসটি গড়া ৬টি ছক্কা ও ১০ চারে। তাতে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে প্রথম দিন শেষ করা ময়মনসিংহ অলআউট হয় ৪০১ রান করে। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে সিলেট। ২০৩ রানে পিছিয়ে আছে তারা। সিলেটের ৫টি উইকেটই নেন রকিবুল হাসান। 

এদিকে, আফিফ আজ বল হাতে চমক দেখান বরিশালের বিপক্ষে। তার হ্যাটট্রিকেই ফলো অনে পড়েছে বরিশাল। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রোববার ৯ উইকেটে ৩১২ রান নিয়ে দিন শুরু করে খুলনা। ১ রান যোগ করেই তারা হারায় শেষ উইকেট।

ব‍্যাট করতে নেমে আফিফের অফ স্পিনে প্রথম ইনিংসে কেবল ১২৬ রানেই গুটিয়ে যায় বরিশাল। পরপর তিন বলে শেষ তিন উইকেট নিয়ে হ‍্যাটট্রিক করেন আফিফ। সঙ্গে ক‍্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নেন পাঁচ উইকেট। বরিশালকে এরপরই ফলো অনে ফেলে খুলনা। ১১৯ রান তুলতেই ৪ উইকেট হারায়। এখনো ৬৮ রান পিছিয়ে বরিশাল। 

দিনের আরেক ম্যাচে আগের দিনের ১ রানে ২ উইকেট নিয়ে ব্যাটিং করতে নামা রাজশাহী অলআউট হয়েছে ১৯৬ রানে। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে দ্বিতীয় ইনিংস শেষ করেছে। এর আগে প্রথম ইনিংসে ৪০১ রানে অলআউট হয় দলটি। তাদের লিড এখন ৩৩৮ রানের।