একাই দলের বেশিরভাগ রান করে ব্রুকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৮:০৯
শেয়ার :
একাই দলের বেশিরভাগ রান করে ব্রুকের রেকর্ড

মাউন্ট মাউঙ্গানুইতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে ইংল্যান্ড। তবে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথমে ব্যাট করে মাত্র ৩৫ ওভার ২ বল খেলে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। এর মধ্যে একাই ১৩৫ রান করেন ব্রুক। 

প্রথমে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫৬ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। দলের এমন বিপর্যয়েও নিজেকে খোলসবদ্ধ করেননি ব্রুক। ব্যাটকে চাবুক বানিয়ে পিটিয়েছেন বেদম। ইনিংসের ১৬তম ওভারে ৩৬ বলে তিনি তার পঞ্চাশ পূর্ণ করেন। ৩০তম ওভারের শেষ বলে আদিল রশিদ আউট হওয়ার সময় ৭৩ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন ব্রুক। এরপর শেষ উইকেটে লুক উডের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি।

ব্রুকের ১০১ বলের ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল ১১টি ছক্কা। ইংলিশ অধিনায়কের ১৩৫ রান ইংল্যান্ডের মোট ইনিংসের ৬০.৫৩ শতাংশ রান। উইজডেনের তথ্য অনুযায়ী, পুরুষ ওয়ানডের ইতিহাসে ইংল্যান্ডের একজন ব্যাটারের দলীয় রানের সর্বোচ্চ শতাংশ এটি। 

আগের রেকর্ডটি রবিন স্মিথের। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল ইংল্যান্ড। এর মধ্যে রবিন একাই করেছিলেন ১৬৭ রান। সামগ্রিকভাবে, এটি সর্বকালের তালিকার ১২তম সর্বোচ্চ। তালিকার সবার ওপরে ভিভ রিচার্ডসের নাম। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করে ইংল্যান্ড। যার মধ্যে একাই ১৮৯* রান করেন ভিভ। 

এছাড়াও পুরুষদের ওয়ানডেতে পাঁচ নম্বর বা তার নিচে নেমে সর্বাধিক ১১টি ছক্কা হাঁকানোর মাইলফলকও স্পর্শ করেন ব্রুক। তার ১৩৫ রান ইংল্যান্ডের পাঁচ নম্বর বা তার নিচে নামা ব্যাটার হিসেবে পঞ্চম সর্বোচ্চ।