ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিও বাঁচাতে পারল না ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৫:০৫
শেয়ার :
ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিও বাঁচাতে পারল না ইংল্যান্ডকে

হ্যারি ব্রুকের একার লড়াই, অসাধারণ এক সেঞ্চুরি-শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নিল। কেননা ড্যারিল মিচেল (অপরাজিত ৭৮) ও মাইকেল ব্রেসওয়েলের (৫১) ফিফটিতে ভর করে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

এর আগে জ্যাকারি ফাউল্কস (৪/৪১) ও জ্যাকব ডাফির (৩/৫৫) চমৎকার বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড, পরে ব্রুকের ঝড়ো ব্যাটিংও তা সামাল দিতে পারেনি।

ম্যাচের প্রথম বলেই নিউজিল্যান্ড এগিয়ে যায় ম্যাট হেনরির সৌজন্যে, যিনি ইনসুইং ডেলিভারিতে জেমি স্মিথকে বোল্ড করে ফেরান। এরপর ফাউল্কস ধারাবাহিক আঘাতে ফিরিয়ে দেন বেন ডাকেট ও জো রুটকে। ইংল্যান্ড তখন ৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে। সেই ধাক্কা সামলানোর আগেই ৩৩/৫ স্কোরে নেমে আসে দলটি।

এই বিপর্যয়ের মধ্যেই প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক। তিনি ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন। জেমি ওভারটনের সঙ্গে মিলে তিনি ইনিংসটাকে টেনে তোলেন। ওভারটন আউট হওয়ার আগে ৫৪ বলে ৪৬ রান করে দলকে কিছুটা স্থিতি এনে দেন। এরপরও উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১৪৩/৮ অবস্থায় যখন মনে হচ্ছিল ইনিংস শিগগিরই শেষ, তখন ব্রুক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।

লুক উডকে সঙ্গে নিয়ে নবম ও দশম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে ১০১ বলে ১৩৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন ব্রুক। ১১টি ছক্কা ও একাধিক চার মেরে দলের সংগ্রহ দাঁড় করান ৩৫.২ ওভারে ২২৩ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে বিপাকে পড়ে। ব্রাইডন কার্স মাত্র ২ রানেই উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফেরান। এরপর লুক উডের বলে রাচীন রবীন্দ্রা আউট হলে ১২ ওভারে ৬৬/৪ অবস্থায় ধুঁকতে থাকে কিউইরা।

তবে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল মিলে গড়ে তোলেন ৯২ রানের দুর্দান্ত জুটি। সতর্ক সূচনার পর ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনই, একপর্যায়ে ম্যাচ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেন। ফিফটি তুলে নেওয়ার পর ব্রেসওয়েল রানআউট হয়ে গেলেও তখন জয় প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের।

শেষদিকে মিচেল স্যান্টনার ২৫ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে আরও এগিয়ে দেন। ৩৬.৪ ওভারে মিচেলের চার মেরে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড – ২২৩ (৩৫.২ ওভার)

হ্যারি ব্রুক ১৩৫, জেমি ওভারটন ৪৬; ফাউল্কস ৪/৪১, ডাফি ৩/৫৫।

নিউজিল্যান্ড – ২২৪/৬ (৩৬.৪ ওভার)

ড্যারিল মিচেল ৭৮*, মাইকেল ব্রেসওয়েল ৫১; ব্রাইডন কার্স ৩/৪৫।

ফল: নিউজিল্যান্ড জয়ী ৪ উইকেটে, সিরিজে এগিয়ে ১-০।

ম্যাচ সেরা-হ্যারি ব্রুক