হাকিমির জোড়া গোলে দুর্দান্ত জয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ০৯:১০
শেয়ার :
হাকিমির জোড়া গোলে দুর্দান্ত জয়ে শীর্ষে পিএসজি

আশরাফ হাকিমির দুর্দান্ত আক্রমণাত্মক নৈপুণ্যে জ্বলে উঠল পিএসজি। শনিবার এই মরক্কোর ডিফেন্ডারের জোড়া গোলে ব্রেস্তকে ৩-০ ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে লুইস এনরিকের শিষ্যরা।

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি সেই দাপটই ধরে রেখেছে ঘরোয়া লিগেও।

ডান দিকের দৃঢ় রক্ষণভাগের পাশাপাশি আক্রমণেও সমান কার্যকর হাকিমি প্রথম গোলটি করেন ২৯তম মিনিটে। ভিতিনিয়ার বুদ্ধিদীপ্ত লফট পাসে ডিফেন্স ভেদ করে ডান পায়ের দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর খভিচা কভারাতসখেলিয়ার তৈরি গোলমেলে পরিস্থিতিতে কাছ থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি।

এই দুটি ছিল চলতি মৌসুমে লিগে তার প্রথম গোল এবং লিগ ওয়ানে ক্যারিয়ারের তৃতীয়বারের মতো জোড়া গোল। ২১শ শতকে ফরাসি লিগে কোনো ডিফেন্ডার হাকিমির চেয়ে বেশি জোড়া গোল করেননি।

অতিরিক্ত সময়ে দেজিরে দোয়ে গোল করে পিএসজির জয়ে শেষ পেরেকটি ঠুকে দেন। এর কয়েক মিনিট আগেই তিনি পোস্টে লেগে যাওয়া এক সুযোগ মিস করেছিলেন। টানা দুই ড্রয়ের পর লিগে আবারও জয়ের ধারায় ফিরল পিএসজি।

পিএসজির ম্যাচের পরই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল মার্সেইর, কিন্তু তারা লঁসের মাঠে ২-১ ব্যবধানে হেরে যায়।

অন্যদিকে ব্রেস্ত নয় ম্যাচে চতুর্থ হারের মুখ দেখেছে। ঘণ্টা পার হওয়ার পর পেনাল্টি থেকে গোলের সুবর্ণ সুযোগ পেলেও রোমাঁ দেল কাস্তিয়ো পিছলে গিয়ে ভুল শট নেন-বলটি বার ঘেঁষে বাইরে চলে যায়।