টানা তৃতীয় জয়ের দেখা পেল ম্যানইউ
কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতির ধারা অব্যাহত রয়েছে। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে তারা। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় উদযাপন দলটি।
গত সপ্তাহে ২০১৬ সালের পর প্রথমবারের মতো লিভারপুলকে তাদের মাঠে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর ইউনাইটেড ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনহার দারুণ নিচু শটে বল জালে জড়ায়-এটি তার ইউনাইটেডের হয়ে প্রথম গোল।
দশ মিনিট পর আরও এক ব্রাজিলিয়ান, ক্যাসেমিরোর প্রচেষ্টায় ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। তার শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে, ব্যবধান বেড়ে যায় ২–০ তে।
৬১তম মিনিটে ব্রায়ান মবেমো নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩–০ করেন, ম্যাচ তখন পুরোপুরি ইউনাইটেডের নিয়ন্ত্রণে।
তবে সাবেক ক্লাবের বিপক্ষে অসাধারণ এক ফ্রি-কিকে ব্রাইটনের ড্যানি ওয়েলবেক ব্যবধান কমান। যোগ করা সময়ে চারালাম্পোস কস্তৌলাসের হেডে ৩–২ হলে কিছুটা উত্তেজনা ফিরে আসে ওল্ড ট্র্যাফোর্ডে।
শেষ মুহূর্তে ব্রাইটন সমতায় ফেরার আশায় সবাইকে আক্রমণে তুলে দিলে পাল্টা আক্রমণে আবারও গোল করেন মবেমো-তার জোড়া গোলে ইউনাইটেড ৪–২ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, অন্যদিকে ব্রাইটন আছে ১২ নম্বরে।