শেষ মুহূর্তে গোলে চেলসিকে হারাল সান্ডারল্যান্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত প্রত্যাবর্তন অব্যাহত রেখেছে সান্ডারল্যান্ড। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় চেমসদিন তালবির দুর্দান্ত গোল চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ঘরের মাঠে।
এই জয়ে সান্ডারল্যান্ড পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে তারা। চতুর্থ মিনিটে চেলসির হয়ে আলেহান্দ্রো গারনাচো নিজের প্রথম গোলটি করেন। বাঁ দিক থেকে কেটে এসে সান্ডারল্যান্ড গোলরক্ষক রবিন রুফসের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।
তবে ২২তম মিনিটে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। চেলসির রক্ষণভাগ লং থ্রো সামলাতে ব্যর্থ হলে কাছ থেকে বল ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড উইলসন ইসিদরো।
পুরো ম্যাচজুড়ে সান্ডারল্যান্ডের শৃঙ্খলিত রক্ষণ আর মিডফিল্ড ভেদ করতে হিমশিম খায় চেলসি। খেলা যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি ব্রায়ান ব্রোবির পাস থেকে বল পেয়ে মরক্কোর উইঙ্গার তালবি নিচু শটে গোল করেন-সান্ডারল্যান্ডে যোগ দেওয়ার পর জুলাই থেকে এটি তার প্রথম গোল।
এনজো মারেস্কার দল এর আগে লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে টানা তৃতীয় জয় খুঁজছিল, কিন্তু আগাম লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়।
লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল করা ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও এবার তেমন প্রভাব ফেলতে পারেননি। ৫৮তম মিনিটে গারনাচোর পরিবর্তে নেমে তিনি সান্ডারল্যান্ডের রক্ষণে আটকে যান।