দারুণ জয়ে বায়ার্নের টানা ১৩
১০ জনের বরুশিয়া মনশেনগ্লাডবাখের প্রতিরোধ ভাঙতে এক ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। শেষ পর্যন্ত শনিবার বুন্দেসলিগায় ৩-০ গোলের জয় তুলে নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩তম জয়ের স্বাদ পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
৬৪তম মিনিটে জোশুয়া কিমিখ গোল করে বায়ার্নকে প্রথম এগিয়ে দেন। বদলি হিসেবে নামা রাফায়েল গুয়েরেইরো ব্যবধান দ্বিগুণ করেন, আর তরুণ খেলোয়াড় লেনার্ট কার্ল (যিনি বুধবার ব্রুজের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগেও গোল করেছিলেন) চমৎকার শটে স্কোরলাইন ৩-০ করেন।
বুন্দেসলিগায় আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন, দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিগের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। লাইপজিগ এদিন আউগসবুর্গকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে।
এই ম্যাচে বায়ার্ন নতুন এক রেকর্ডও গড়েছে-আট ম্যাচে মোট ৩০ গোল করে বুন্দেসলিগা ইতিহাসে এক মৌসুমের সেরা সূচনার নজির স্থাপন করেছে তারা।
ম্যাচের শুরুতেই গোল পাওয়ার সুযোগ তৈরি করে বায়ার্ন। মাত্র ৫৫ সেকেন্ডে হ্যারি কেইন ও নিকোলাস জ্যাকসনের পাস বিনিময়ে লুইস দিয়াজের সামনে গোলের সুযোগ আসে, কিন্তু কলম্বিয়ান ফরোয়ার্ড লক্ষ্যভ্রষ্ট হন।
প্রথমদিকে গ্লাডবাখ ভালো লড়াই দিলেও ১৮তম মিনিটে জেন্স ক্যাস্ট্রপের বিপজ্জনক ট্যাকলে সরাসরি লাল কার্ড পাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
এরপর বায়ার্ন একচেটিয়া দখল নেয় মাঠের, কিন্তু বিরতির আগ পর্যন্ত একটি কার্যকর শটও নিতে পারেনি। হাফটাইমের ঠিক আগে কেইনের দুর্বল শট ছিল তাদের প্রথম লক্ষ্যমুখী প্রচেষ্টা। বিরতির পর অবশ্য খেলার চিত্র সম্পূর্ণ পাল্টে যায়-মাইকেল ওলিসে দুটি ভালো সুযোগ মিস করেন এবং কেইনের এক গোল অফসাইডের কারণে বাতিল হয়।
অবশেষে কিমিখ জটলা ভেদ করে গোল করেন, তারপর গুয়েরেইরো ব্যবধান ২–০ করেন। লেনার্ট কার্লের বাঁ পায়ের চমৎকার কার্লিং শটে ৩–০ করে জয় নিশ্চিত করেন বায়ার্ন।
৭৫তম মিনিটে কেভিন স্টোগারের পেনাল্টিতে গোল করার সুযোগ ছিল গ্লাডবাখের, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। এই পরাজয়ের ফলে লিগের তলানিতে থাকা গ্লাডবাখ টানা ১৫ ম্যাচে জয়বঞ্চিত রইল-যা তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারা।