প্রিমিয়ার লিগে লিভারপুলের টানা চতুর্থ হার
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ পরাজয় দেখেছে চ্যাম্পিয়ন লিভারপুল। শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে তারা লন্ডনে নিজেদের হতাশাজনক ফর্মের ধারাবাহিকতা বজায় রাখে।
আর্না স্লটের ছন্দহীন দলটি ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। মাত্র পাঁচ মিনিটে ড্যাঙ্গো উয়াতারার দুর্দান্ত ভলিতে ব্রেন্টফোর্ড এগিয়ে যায়। বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে কেভিন শ্যাডে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কনর ব্র্যাডলির ক্রস থেকে মাইলোস কেরকেজ লিভারপুলের হয়ে নিজের প্রথম গোলটি করেন, ব্যবধান কমে আসে ২-১ এ।
দ্বিতীয়ার্ধে প্রত্যাশিত আক্রমণ ঝড় তুলতে ব্যর্থ হয় লিভারপুল। উল্টো ৬০তম মিনিটে ইগর থিয়াগো পেনাল্টি থেকে গোল করে ব্রেন্টফোর্ডের লিড ৩–১ করেন।
শেষ দিকে ৮৯তম মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত ফিনিশে ব্যবধান কমে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
২০২১ সালের পর প্রথমবারের মতো লিভারপুল টানা চারটি লিগ ম্যাচে পরাজিত হলো- যার মধ্যে তিনটিই লন্ডনের মাঠে (ক্রিস্টাল প্যালেস, চেলসি এবং এবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে)।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে কোনো ক্লিন শিট পায়নি লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের ছয় নম্বরে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে। রোববার আর্সেনাল ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দিলে ব্যবধান আরও বাড়তে পারে।
ব্রেন্টফোর্ডের টানা দ্বিতীয় জয় তাদের টেবিলের ১০ নম্বরে তুলে এনেছে, তারা এখন লিভারপুলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পেছনে।