যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে বন্দরে পৌঁছেছে জাহাজ

প্রথম চালানে এসেছে ৫৬ হাজার ৯৫৯ টন

চট্টগ্রাম ব্যুরো
২৬ অক্টোবর ২০২৫, ০৯:১০
শেয়ার :
যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে বন্দরে পৌঁছেছে জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো গম আমদানি শুরু করেছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো জিটুজি ভিত্তিতে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম নিয়ে এমভি নোর্স স্ট্রাইড জাহাজটি গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হয়েছে।

গম পরিবহনের দায়িত্বে রয়েছে সেভেন সিজ শিপিং লাইনস। এর প্রধান নির্বাহী আলী আকবর বলেন, ওয়াশিংটনের কালামা বন্দর থেকে গম নিয়ে নোর্স স্ট্রাইড জাহাজটি গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। গতকাল খাদ্য অধিদপ্তরের একটি টিম নিয়ে গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টে মান সঠিক এলে দ্রুত খালাস করা হবে। তিনি জানান, ৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রামে ৬০ শতাংশ গম খালাস করতে ছয় থেকে সাত দিন লাগতে পারে।