কুয়েতের মাটিতে আশা জাগিয়েও হারল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ২২:৫৭
শেয়ার :
কুয়েতের মাটিতে আশা জাগিয়েও হারল বসুন্ধরা কিংস

শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পরপর দুই গোল দিয়ে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। তবে ওমানের চ্যাম্পিয়ন আল-সাইবের বিপক্ষে শেষ পর্যন্ত আর লিড ধরে রাখতে পারেনি ক্লাবটি। পরে দুই গোল খেয়ে ৩-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের ক্লাবটি। 

এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল-সাইব। আরশাদ আল আলাউইয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাসের আল রাওয়াহি।

৪১তম মিনিটে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রাফায়েল আগুস্তো। কর্নারের পর বল পেয়ে সাদ উদ্দিন বাম পায়ে জোরাল শট নেন, বক্সে জটলার মধ্যে রাফায়েল আগুস্তো দারুণ দক্ষতায় প্রথম স্পর্শে বল ধরে নিখুঁত শটে জড়ান জালে।

দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে কিংস। এগিয়ে যায় ৫৩তম মিনিটে। দোরিয়েলতনের পাস ধরে আগুয়ান রাকিব হোসেন বাঁকানো শটে কিংসকে এগিয়ে দেন। তবে তার পর আর নার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

৬০তম মিনিটে সতীর্থের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে জোরাল শট নেন জাহির আল আঘবারি। মুহূর্তেই সেটি কিংসের জালে জড়ায়। ৭৭তম মিনিটে আব্দুলাজিজ আল মাকবালি বক্সের বাইরে থেকে শ্রাবণকে পরাস্ত করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমানের চ্যাম্পিয়নরা।