জাতীয় লিগের প্রথম দিনে ৪ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ২০:১৫
শেয়ার :
জাতীয় লিগের প্রথম দিনে ৪ সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের নতুন আসরের উদ্বোধনী দিনেই দেখা গেল ৪টি সেঞ্চুরি। শতরানের দেখা পেয়েছেন নতুন দল ময়মনসিংহের আরিফুল ইসলাম, চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি এবং ঢাকা বিভাগের মার্শাল আইয়ুব। 

রাজশাহীতে জয় ও রাব্বির সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। ৮২.৩ ওভারে অলআউট হওয়ার আগে ৪০৪ রান করে দলটি। জবাব দিতে নেমে মাত্র ১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে দিন শেষ করে রাজশাহী। সেঞ্চুরি করার পথে চতুর্থ উইকেটে ২২১ রানের জুটি গড়েন জয়-রাব্বি। ওপেনিংয়ে নেমে জয় ১৬৫ বলে করেছেন ১২৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তার পঞ্চম সেঞ্চুরি। পাঁচে নেমে ওয়ানডে মেজাজে খেলেন রাব্বি। ১৩৮ বলে ১২৯ রান করেছেন আপাতত জাতীয় দলের বাইরে থাকা ইয়াসির আলী। প্রথম শ্রেণিতে এটি তার একাদশ সেঞ্চুরি। এছাড়া উল্লেখযোগ্য রান করেছেন ইরফান শুক্কুর (৬৩ বলে ৭২)।  

এদিকে প্রথমবারের মতো জাতীয় লিগ খেলতে নামা ময়মনসিংহ আরিফুলের সেঞ্চুরির ওপর ভর করে ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে। সিলেট বিভাগের বিপক্ষে ১০১ রান করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই মিডলঅর্ডার ব্যাটার আরিফুল। 

এদিকে, ঘরোয়া ক্রিকেটে রানের দেখা এখনো পাচ্ছেন জাতীয় দলে ব্যর্থ মার্শাল আইয়ুব। আজ সিলেট একাডেমি মাঠে তার সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট হয় ঢাকা। মার্শালের এটি ২৭তম সেঞ্চুরি। রংপুর দিন শেষে করেছে ২ উইকেট ৬৫ রান তুলে।

বাকি ৩ ম্যাচে সেঞ্চুরি হলেও খুলনা ও বরিশালের ম্যাচে কেউ শতরানের দেখা পাননি। প্রথম দিনে বরিশালের বিপক্ষে ৯ উইকেটে ৩১২ রান তুলেছে খুলনা। নয়ে নেমে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত আছেন শেখ পারভেজ। ৯১ বলের ইনিংসে ৫টি করে চার-ছক্কা মেরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই স্পিনার।