সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডেতে রান সংগ্রহে দুইয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১৭:১৮
শেয়ার :
সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডেতে রান সংগ্রহে দুইয়ে কোহলি

অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচেই ‘শূন্য’ রানে আউট হয়েছেন বিরাট কোহলি। তবে তিনি যে ফুরিয়ে যাননি, সেটি বুঝিয়ে দিলেন তৃতীয় ওয়ানডেতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে ফিফটি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন মাঠ ছেড়েছেন কোহলি। 

২৩৭ রান তাড়ায় ওপেনিংয়েই আজ ৬৯ রান করেন রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর কোহলি ক্রিজে গেলে এসসিজির দর্শকরা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। কোহলি তার ইনিংসের প্রথম বলটি মিড-অন অঞ্চলে ঠেলে একটি সিঙ্গেল নেন, যা সফরে তার প্রথম রান। ওই রান করেই বাতাসে ঘুষি মেরে মুহূর্তটি উদযাপন করতে দেখা যায় তাকে।

শেষ পর্যন্ত ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৭৫তম হাফ সেঞ্চুরি। 

এদিন ৫৪ রান করে ওয়ানডেতে রান সংগ্রহের তালিকায় দুইয়ে উঠে গেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন শ্রীলংকার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। ৩০৫ ইনিংসে কোহলির বর্তমান রান ১৪ হাজার ২৫৫। অন্যদিকে, তিনে থাকা সাঙ্গাকারার ৪০৪ ইনিংসে রান ১৪ হাজার ২৩৪। 

ওয়ানডেতে রান সংগ্রহে শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের রান ৪৬৩ ইনিংসে ১৮ হাজার ৪২৬। তবে ওয়ানডেতে রান সংগ্রহে শীর্ষ ১০ জনের মধ্যে কোহলি ছাড়া আর কারও গড়ই পঞ্চাশের ওপরে না। কোহলি এখানেই অনন্য। শচীন ৪৪.৮৩ ও সাঙ্গাকারা ৪১.৯৮ গড়ে রান করেছেন।

কোহলি এদিন শচীনের একটি রেকর্ড অবশ্য ভেঙে দিয়েছেন। ওয়ানডেতে রান তাড়ায় সবচেয়ে বেশি ৫০+ রান করার তালিকায় সবার ওপরে উঠে গেছেন তিনি। ওয়ানডেতে রান তাড়ায় ৭০ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি।