রোহিতের ৩৩তম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১৬:৪০
শেয়ার :
রোহিতের ৩৩তম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সান্ত্বনার জয়

প্রথম ২ ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর তৃতীয় ম্যাচে টসে হেরে পরে ব্যাটিং করে বাজিমাত করে সফরকারীরা। প্রথমে ব্যাট করে হর্ষিত রানার তোপে ২৩৬ রানেই থামে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ওপেনার রোহিত শর্মার ৩৩ নম্বর সেঞ্চুরি ও বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পায় ভারত। 

সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে রোহিত শর্মার আজ সেঞ্চুরির ফিফটি পূরণ হলো। ওয়ানডের ৩৩টি ছাড়াও টেস্টে ১২টি ও টি-টোয়েন্টিতে ৫টি সেঞ্চুরি আছে সাবেক এই অধিনায়কের। অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড ৬টি সেঞ্চুরি করার কীর্তিও গড়লেন রোহিত। 

২৩৭ রান তাড়ায় অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন রোহিত। পাওয়ার প্লের পরপরই জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান (২৬ বলে ২৪)। এরপরই অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রোহিত ও কোহলি। ১২৫ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত। আরেক পাশে ৮১ বলে ৭টি চারে ৭৪ রানে অপরাজিত থাকেন কোহলি। 

এর আগে, টসে জিতেও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যদিও আগের দুই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল তারা। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ফেলেছিল তারা। তবে এরপরই স্বাগতিকদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। বিশেষ করে পেসার হর্ষিত রানা বল হাতে রীতিমতো আগুন ঝড়ান। সমালোচনার মুখে থাকা এই পেসার ৮ ওভার ৪ বল করে মাত্র ৩৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। 

অজিদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাট রেন’শ। অধিনায়ক মিচেল মার্শ দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। ম্যাচসেরার পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকানো এই তারকা ৩ ম্যাচে করেছেন ২০২ রান।