টানা হারের রেকর্ড আরও ভারী করল ভারত!
ওয়ানডে ক্রিকেটে টানা সবচেয়ে বেশি টস হারার অপ্রিয় রেকর্ডটি আরও দীর্ঘায়িত করল ভারত। নতুন অধিনায়ক শুভমান গিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টস হেরে যাওয়ায় ভারতের টানা টস হার এখন দাঁড়াল ১৮ ম্যাচে।
সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ভাগ্য নির্ধারিতই হয়ে গিয়েছিল, তবে তৃতীয় ওয়ানডেতে যুক্ত হলো আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যান।
অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, যা ঐতিহাসিকভাবে সিডনির জন্য লাভজনক পছন্দ হিসেবে বিবেচিত। এর আগে ভারত টানা ১১ ওয়ানডেতে টস হেরে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছিল। যা নেদারল্যান্ডসের দখলে ছিল।
শুভমান গিলের অধিনায়কত্বের প্রথম ওয়ানডে সিরিজ তাই আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। টানা তিন টস হারা ও সিরিজ পরাজয় নিশ্চিত হওয়ার পর।
তবুও পরিসংখ্যান বলছে, টস ভাগ্য না থাকলেও পারফরম্যান্সে পিছিয়ে নেই ভারত। টস হারা ১৭ ওয়ানডের মধ্যে ১০টিতেই তারা জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। এই ধারাটি এখন যেন রসিকতায় পরিণত হয়েছে—দলটি প্রমাণ করছে, ভাগ্য নয়, মাঠের পারফরম্যান্সই আসল।
তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য বিদায়ী সিরিজটি প্রত্যাশামতো যাচ্ছে না। পার্থে প্রথম ম্যাচ ও অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। কোহলি তার প্রত্যাবর্তনে পরপর দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে যা তার প্রথমবার। রোহিত অবশ্য অ্যাডিলেডে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন, যদিও পার্থে করেছিলেন মাত্র ৮ রান।
তৃতীয় ওয়ানডেতে এখন কেবল সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছে ভারত, কারণ তিন ম্যাচের বা তার বেশি দৈর্ঘ্যের ওয়ানডে সিরিজে ভারত এতদিন মাত্র পাঁচবারই হোয়াইটওয়াশের শিকার হয়েছে।