পিসিবির পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন অধিনায়ক শান মাসুদ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১১:১৮
শেয়ার :
পিসিবির পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন অধিনায়ক শান মাসুদ

অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও খেলোয়াড় বিষয়ক পরামর্শক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদটি ভবিষ্যতে ‘ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট’-এ রূপ নিতে পারে। যা অধিকাংশ ক্রিকেট বোর্ডে একটি জ্যেষ্ঠ প্রশাসনিক দায়িত্ব।

তবে পিসিবি স্পষ্ট করে জানায়নি, মাসুদ কি আন্তর্জাতিক ক্রিকেট বা অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন, নাকি দুটো কাজই একসঙ্গে করবেন।

বর্তমানে পিসিবি আনুষ্ঠানিকভাবে ‘ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট’ পদে নিয়োগ দিচ্ছে, যার আবেদন গ্রহণের শেষ তারিখ ২ নভেম্বর। ইএসপিএনক্রিকইনফো-এর তথ্য অনুযায়ী, মাসুদ আপাতত অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে পদটি গ্রহণ করতে পারেন।

এর আগে উসমান ওয়াহলা ২০২৩ সালের মে মাসে এই পদে নিয়োগ পেয়েছিলেন, তবে চলতি বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বর্তমান অবস্থান নিয়ে পিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। জানা গেছে, প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত দক্ষিণ আফ্রিকা দলের সম্মাননা অনুষ্ঠানে শান মাসুদ ও দলের সদস্যদের এই নতুন ভূমিকার বিষয়ে অবহিত করা হয়।

পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে মাসুদের দায়িত্ব, মেয়াদ বা অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তার অবস্থান নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এই সিদ্ধান্ত এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পর, যে সিরিজে মাসুদের নেতৃত্বে পাকিস্তান ১-১ ব্যবধানে ড্র করেছিল। ওই সিরিজে পাকিস্তানের যৌথ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মাসুদ।

পিসিবির বিবৃতিতে মাসুদের কোনো মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি। দুই বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে আছেন তিনি, যদিও তার অধিনায়কত্বকে ঘিরে চলেছে নানা প্রশ্ন। তার অধীনে পাকিস্তান কেবল একটি টেস্ট সিরিজ জিতেছে—গত শীতের ইংল্যান্ড সফরে। এর আগে তিনি ছিলেন সেই অধিনায়ক, যার অধীনে পাকিস্তান প্রথমবারের মতো বাংলাদেশ সিরিজে পরাজিত হয়।

তার নেতৃত্বে পাকিস্তানের রেকর্ড—১৪ ম্যাচে ৪ জয়, ১০ পরাজয়। এর মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র, আর অস্ট্রেলিয়া (৩-০) ও দক্ষিণ আফ্রিকার (২-০) বিপক্ষে হোয়াইটওয়াশ রয়েছে। শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে পাকিস্তান ছিল সর্বশেষ স্থানে।

ব্যাটসম্যান হিসেবে মাসুদের পারফরম্যান্স অধিনায়কত্ব নেওয়ার পর উন্নতি দেখিয়েছে, তবে তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কখনোই পুরোপুরি কাটেনি। দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগমুহূর্তেই কেবল নিশ্চিত হয় যে, তিনিই টেস্ট দলের দায়িত্বে থাকছেন।

তবে এবার তার পরামর্শক হিসেবে নিয়োগ পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে প্রায় নজিরবিহীন ঘটনা। প্রশাসনিক এই পদে থাকা মানেই ব্যাপক দায়িত্ব, যা স্বাভাবিকভাবেই তার ভবিষ্যৎ খেলোয়াড়ি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি এটি সম্ভাব্য স্বার্থ-সংঘাতের আশঙ্কাও তৈরি করছে—যেখানে একজন সক্রিয় খেলোয়াড় অন্য খেলোয়াড়দের বিষয় তত্ত্বাবধান করবেন, যারা তার সহখেলোয়াড় বা অধীনে খেলে।

পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজগুলো হলো আগামী বছর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ, এরপর ২০২৬ সালের আগস্টে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ।