৭ বছর পর জিম্বাবুয়ের দলে ক্রেমার

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ০৮:২০
শেয়ার :
৭ বছর পর জিম্বাবুয়ের দলে ক্রেমার

লেগস্পিনার গ্রায়েম ক্রেমারকে ৭ বছর পর দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর, হারারে স্পোর্টস ক্লাবে।

৩৯ বছর বয়সী ক্রেমার সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। তিনি জায়গা নিয়েছেন পেসার ট্রেভর গুয়ান্ডুর পরিবর্তে। এর বাইরে দলটিতে কোনো পরিবর্তন আসেনি। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বে অপরাজিত থেকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া স্কোয়াডই মূলত অপরিবর্তিত রাখা হয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা নেতৃত্ব দিচ্ছেন এক ভারসাম্যপূর্ণ দলকে। যেখানে অভিজ্ঞতার সঙ্গে মিশেছে তরুণ প্রতিভা। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির পরিচিত জুটি সামলাবেন পেস আক্রমণ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা ব্রেন্ডন টেইলর থাকবেন উইকেটকিপারের দায়িত্বে।

তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া—বাছাইপর্বে চমৎকার পারফরম্যান্সের পর দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে শন উইলিয়ামস ব্যক্তিগত কারণবশত এখনও দলের বাইরে রয়েছেন।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে—২৯ ও ৩১ অক্টোবর, এবং ২ নভেম্বর।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, দিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।