অপহরণের ২ দিন পর খালে মিলল কিশোরের বস্তাবন্দী মরদেহ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ২২:৩৮
শেয়ার :
অপহরণের ২ দিন পর খালে মিলল কিশোরের বস্তাবন্দী মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের দুই দিন পর হৃদয় (১৭) নামের এক কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে পৌর শহরের বহেরাতলা বালা বাড়ির সম্মুখখাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে অটোরিকশা চালাত।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হৃদয় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। এরপর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়কে অপহরণ করা হয়েছে বলে জানান। এ সময় ওই ব্যাক্তি পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় তার পরিবারের সদস্যরা মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দুই দিন পর তার মরদেহ বস্তা ভর্তি অবস্থায় খালে ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম তালুকদার বলেন, এলাকাবাসী শহরের বহেরাতলার খালে মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সময়/জেআই