সুইজারল্যান্ড ও কাতারে বৃত্তি

ক্যাম্পাস সময় ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১
শেয়ার :
সুইজারল্যান্ড ও কাতারে বৃত্তি

সুইজারল্যান্ড : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউনিভার্সিটি অব লুসান প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০টি মাস্টার্স স্কলারশিপ প্রদান করে। এই বৃত্তি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য। যোগ্য প্রার্থীরা সুইজারল্যান্ডে মাস্টার্স অধ্যয়ন করতে পারবেন মাসিক ভাতা ও ফি মওকুফের সুবিধাসহ।

প্রার্থীদের একাডেমিক সাফল্য ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঁ করে পাবেন, যা পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল (এক বছর ছয় মাস বা দুই বছর, কোর্সভেদে) পর্যন্ত প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না। তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।

মাস্টার্স প্রোগ্রামের বিষয় ও অনুষদসমূহ

# আন্তঃবিভাগীয় প্রোগ্রাম

# কলা অনুষদ

# জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান

# ভূবিজ্ঞান ও পরিবেশ

# ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান

# সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান

# আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন

# ব্যবসায় ও অর্থনীতি

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে অনলাইনে। একই আবেদনপত্রের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও বৃত্তির আবেদন সম্পন্ন হবে, আলাদা আবেদন করতে হবে না। সব নথি একটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ই-মেইলে পাঠানো বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। যেসব দেশ Lisbon Recognition Convention-এ সই করেনি, সেসব দেশের আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নথির সিলযুক্ত কপি ডাকযোগে পাঠাতে হবে (শেষ তারিখের মধ্যে)। আবেদন জমাদানের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৫। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন : https://www.unil.ch

কাতার : দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৬ শিক্ষাবর্ষে পূর্ণাঙ্গ বৃত্তির ঘোষণা দিয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা কাতারের সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের সুযোগও পাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। ‘তামিম’ ও ‘সানাদ’ নামে দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে শিক্ষার্থীদের। তামিম স্কলারশিপের আওতায় থাকবেÑ মেধার ভিত্তিতে দেওয়া হবে, টিউশন ফি সম্পূর্ণ মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ও মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা। আর সানাদ স্কলারশিপের আওতায় থাকবে- আর্থিক প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য, টিউশন ফি ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ, আবাসনÑ মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা।

পড়াশোনার বিষয়

# পাবলিক পলিসি

# রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক

# অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি

# মিডিয়া স্টাডিজ

# দর্শন, ভাষাতত্ত্ব ও আরবি লেক্সিকোগ্রাফি

# সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান

# সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা

# নিরাপত্তা অধ্যয়ন

# সামাজিক কাজ

# তুলনামূলক সাহিত্য

# পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

আবেদনের প্রক্রিয়া : অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি বিভাগ থেকে প্রাথমিকভাবে প্রোগ্রামে গ্রহণযোগ্যতা পাওয়ার পর স্কলারশিপ ফরম জমা দিতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নাম পরে প্রকাশ করবে দোহা ইনস্টিটিউট। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন https://www.dohainstitute.edu.qa/en/admissions-office/pages/scholarships.aspx