মোরসালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১৮:০৭
শেয়ার :
মোরসালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর রোমাঞ্চকর জয়

ফেডারেশন কাপে শুরুটা দারুণ করল আবাহনী। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেল আকাশি-নীল জার্সিধারীররা। জোড়া গোল পেয়েছেন শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতে। ফকিরেরপুলের হয়ে ব্যবধান কমান শান্ত টুডু ও মোহাম্মদ রিয়াদ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই তিন গোল পায় আবাহনী। তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে ফকিরেরপুল। আবাহনীর ১ গোলের বিপরীতে ২ গোল দেয় ক্লাবটি। তবে তাতেও কাঙ্ক্ষিত ফল আসেনি। 

আবাহনী প্রথম গোলের দেখা পায় ম্যাচের পঞ্চম মিনিটে। জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়া দিয়াবাতেকে ফাউল করেন গোলকিপার সাজু আহমেদ। সফল স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন দিয়াবাতেই। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরসালিন। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সামনে এগিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। 

ছয় মিনিট পর আরও একটি পেনাল্টি পায় আবাহনী, গোল দিতে ভুল করেননি দিয়াবাতে। ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী।

দ্বিতীয়ার্ধে দাপট দেখায় ফকিরেরপুল। শুরুর দিকেই ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন শান্ত। যদিও দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ব্যবধান আরও বাড়ায় আবাহনী। সতীর্থের কাটব্যাক থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন মোরসালিন। ছয় মিনিট পর ব্যবধান কমান রিয়াদ। 

এদিকে, গ্রুপের অন্য ম্যাচে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।