দলের সঙ্গে চট্টগ্রাম গিয়েও কেন ফিরে আসতে হলো সাইফউদ্দিনকে

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
দলের সঙ্গে চট্টগ্রাম গিয়েও কেন ফিরে আসতে হলো সাইফউদ্দিনকে

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ শেষ করে চট্টগ্রামে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অথচ, অধিনায়ক লিটন কুমার দাস ও আরও কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে যান সাইফউদ্দিনও। 

চট্টগ্রাম গিয়েই সাইফউদ্দিন শোনেন, ঘোষিত প্রথম দুই টি-টোয়েন্টি দলে নেই তিনি। অদ্ভূত এই ঘটনা জন্ম দিয়েছে কৌতূহল আর প্রশ্নের। বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমের কাছে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

প্রধান নির্বাচক বলেন, ‘এটা ১৫ জনের স্কোয়াড। বিশ্বকাপের যখন দল যাবে তখনও ১৫ জনের স্কোয়াডই যাবে। এখন থেকেই আমরা ১৫ জনের মধ্যেই কম্বিনেশন সেট করার চেষ্টা করব। স্কোয়াডে চারটা সিমার (পেসার) রাখতে গেলে আমাকে কাউকে না কাউকে বাদ দিতেই হতো। এই স্কোয়াড তো প্রথম দুই ম্যাচের। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরের দিকে (সাইফ উদ্দিন) থাকবে হয়তো।’

আশরাফ হোসেন আরও বলেছেন, ‘আমার ১৫ জন ক্রিকেটাকে দিয়ে দল দিতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যাদেরকে অন বোর্ড (দলভুক্ত করা) করতে পারব, তাদের নিয়ে দল সাজিয়েছি।’

প্রসঙ্গত, ওয়ানডে সিরিজ মিরপুরে হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে সোমবার, পরের দুইটি ম্যাচ বুধবার ও শুক্রবার।