কোহলিকে আউট করায় অস্ট্রেলিয়ান পেসারকে ভারতীয়দের গালিগালাজ
ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলিকে আউট করতে পারা প্রায় সব তরুণ বোলারদেরই স্বপ্ন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে থাকলে অনেক সময় সেই স্বপ্নও পরিণত হয় দুঃস্বপ্নে। কোহলিকে শূন্য রানে আউট করে এই অবস্থার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের বার্টলেট।
অ্যাডিলেডে গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ বল খেলে বার্টলেটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কোহলি। এরপরই তীব্রভাবে ভারতের কোহলি ভক্তদের তোপের মুখে পড়েন ২৬ বছর বয়সী এই পেসার। তথ্য ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
চলতি সিরিজে গতকাল টানা দ্বিতীয়বারের মতো ‘শূন্য’ রানে আউট হন কোহলি। প্রথম ওয়ানডেতে ৮ বল খেলে মিচেল স্টার্কের শিকারে পরিণত হন তিনি। উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারে যে ঘটনা এই প্রথম। এরপরই বার্টলেটের ইনস্টাগ্রামে গালিগালাজ করেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
কুইন্সল্যান্ডের তরুণ পেসার বার্টলেটের ইনস্টাগ্রামে ২২ হাজারের বেশি অনুসারী আছে। গত ১ আগস্টের পর থেকে সেখানে কোনো পোস্ট করেননি তিনি। তবে ঘটনাক্রমে তার সবশেষ আপলোড করা পোস্টেও যুক্ত করেছিলেন আইপিএলে কোহলিকে আউট করা ছবি। সেই পোস্টে এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার মন্তব্য পড়েছে। এর মধ্যে অনেক মন্তব্যই অশ্লীল এবং উপহাসমূলক। এর মধ্যে সবচেয়ে বেশি যে মন্তব্য করা হয়েছে সেটি হচ্ছে, কোহলিকে বার্টলেটের ‘বাবা’ বলে উল্লেখ করা।
বার্টলেটের আগে মিচেল স্টার্কও এমন তোপের মুখে পড়েছিলেন। বৃহস্পতিবার ম্যাচের পর কথা বলার সময় কোহলির প্রতি শ্রদ্ধাই রেখেছেন বার্টলেট, ‘সম্ভবত সর্বকালের সেরা সাদা বলের খেলোয়াড়দের একজন (কোহলি)। তাকে আউট করতে পেরে আমি ভাগ্যবান। তাকে আমি আউটসুইং বল করতে চেয়েছি এবং এটা কাজে লেগেছে। সম্ভবত কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল কিন্তু তাকে দ্রুত ফেরাতে পেয়ে ভালো লাগছে।’