মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫
শেয়ার :
মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন লিয়োনেল মেসি। ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়েই মেজর লিগ সকারে খেলবেন।

এমএলএসের ২০২৫ মৌসুম শেষেই তার সঙ্গে ফ্লোরিডার ক্লাবটির চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তাই মায়ামি বেশ আগে থেকেই মেয়াদ বৃদ্ধির জন্য তোড়জোড় শুরু করে। অবশেষে মেসি মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে স্বাক্ষর করলেন নতুন চুক্তিপত্রে। এরপরই একটি ভিডিও সংযুক্ত করে মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলো- ‘হি ইজ হোম’। 

আগামী বছর নতুন ও বৃহৎ এই স্টেডিয়ামের সঙ্গে যাত্রা শুরু করবে ইন্টার মায়ামি। যার সংস্কার কাজ এখনো চলমান, মেসির চুক্তি স্বাক্ষরের জন্য সেই জায়গাকেই বেছে নিলো ডেভিড বেকহ্যামের ক্লাবটি। 

তিন বছরের জন্য চুক্তি সেরে মেসি জানিয়েছেন, ‘এখানে থাকতে পেরে আমি সত্যিই অনেক খুশি, এই প্রজেক্ট চালিয়ে নিতে পেরে, স্বপ্নের পাশে থেকে। এটি চমৎকার এক বাস্তবতায় রূপ নিয়েছে– মায়ামি ফ্রিডম পার্কে খেলতে পারব। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে সত্যিই আনন্দিত।’

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্টার মায়ামি ঘোষণা করছে যে, তারা ক্লাবের অধিনায়ক, আট বারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিয়ো মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।’

আমাদের সময়/এআই