এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সফরে সুবিধা করতে পারল না চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি জিতে সিরিজ নিশ্চিত করেছে মিচেল মার্শের দল। আজ বৃহস্পতিবার অ্যাডিলেডে শুভমান গিলদের ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানে থামে ভারত। জবাব দিতে নেমে ২ উইকেট ও ২২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
ভারতের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ৫৫ রানের জুটি গড়েন ম্যাথু শর্ট ও ম্যাট রেন’শ। ৩০ বলে ৩০ রান করে রেন’শ আউট হলেও ৭৮ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন শর্ট।
পাঁচে নামা অ্যালেক্স ক্যারি রান না পেলেও ছয় নম্বরে নামা কুপার কনোলি দারুণ ব্যাটিং করেছেন। ৫৩ বলে ৬১ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। ২৩ বলে ৩৬ রান করে দলের জয় সহজ করেছেন অলরাউন্ডার মিচেল ওয়েন। শেষদিকে দ্রুত কয়েক উইকেট হারিয়ে শঙ্কা বাড়ালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
এর আগে, প্রথমে ব্যাট করে রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ২৬৪ রানের লড়াকু পুঁজি পায় ভারত। শুভমান গিল ও বিরাট কোহলি ১৭ রানের মধ্যে আউট হওয়ার পর ১১৮ রানের জুটি গড়েন রোহিত ও আইয়ার। রোহিত ৯৭ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭৩ এবং আইয়ার ৭৭ বলে ৭টি চারে ৬১ রান করেন। ৪১ বলে ৪৪ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাটে।