আবারও বৃষ্টির পেটে ম্যাচ, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিই হয়েছিল পরিত্যক্ত। প্রথম ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড পুরো ২০ ওভার শেষ করলেও নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে আবারও বৃষ্টির হানা।
আজ অকল্যান্ডে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নামে। প্রথম ওভারেই হানা দেয় বৃষ্টি। ৩ বল খেলার পর মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটারা। দেড় ঘণ্টা পর আবারও খেলা শুরু হয়। তবে ১৯ বলের বেশি খেলা যায়নি। তখন ১ উইকেট হারিয়ে ৩৮ রান করে স্বাগতিকরা।
প্রথম ও তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিল ইংল্যান্ড। সিরিজ সেরা হয়েছেন ৯৮ রান করা হ্যারি ব্রুক। আগামী রোববার থেকে মাউন্ট মঙ্গানুইতে হবে দুই দলের একদিনের সিরিজ।