অদম্য বায়ার্নের টানা ১২ জয়
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ বুধবার নিজেদের মাঠে ক্লাব ব্রুজকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল। ম্যাচের প্রথম ৩৪ মিনিটেই তিন গোল করে কার্যত জয়ের পথ তৈরি করে নেয় জার্মান জায়ান্টরা, যারা এই জয়ে মৌসুমের টানা তৃতীয় ইউরোপীয় জয় তুলে নিয়েছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা আগেভাগেই নকআউট পর্বের দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
প্রথমার্ধে ১৭ বছর বয়সী লেনার্ট কার্লের গোল বায়ার্নকে এগিয়ে নেয়—যিনি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোল করা জার্মান খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। এরপর হ্যারি কেন নিজের মৌসুমের ১২ ম্যাচে ২০তম গোলটি করেন, আর লুইস দিয়াজ ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭৯তম মিনিটে নিকোলাস জ্যাকসন যোগ করেন চতুর্থ গোল।
বুন্দেসলিগায়ও সাত ম্যাচে সাত জয় নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সুযোগ নষ্ট না হলে গোলসংখ্যা আরও বড় হতে পারত—অন্তত ছয়টি সহজ সুযোগ তারা মিস করেছে, দু’বার বল লেগেছে পোস্টে। পুরো ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুজ বায়ার্নের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।
আগামী ৪ নভেম্বর বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন, আর ব্রুজ পরদিন নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে।