দশজনের আয়াক্সকে বিধ্বস্ত করল চেলসি

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৭
শেয়ার :
দশজনের আয়াক্সকে বিধ্বস্ত করল চেলসি

বৃষ্টিতে ভেজা স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের এক ঘটনাবহুল ম্যাচে আয়াক্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল চেলসি। তিনটি পেনাল্টি ও একটি লাল কার্ডে ভরপুর ম্যাচটি ছিল ভুলে ভরা, কিন্তু তাতে চেলসির জয়ে কোনো প্রভাব ফেলেনি।

এই মৌসুমে ইউরোপে টানা তৃতীয় হার দেখল আয়াক্স। ম্যাচের ১৭তম মিনিটেই বড় ধাক্কা খায় তারা—অধিনায়ক কেনেথ টেইলর বিপজ্জনক ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন, আর এক মিনিট পরেই ১৯ বছর বয়সী মার্ক গিউ গোল করে চেলসিকে এগিয়ে দেন।

৯ মিনিট পর মোইসেস কাইসেডোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। যদিও ভাউট ভেহোর্স্ট পেনাল্টি থেকে ব্যবধান কমান, তবে প্রথমার্ধের শেষদিকে চেলসির এনজো ফের্নান্দেজ ও ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এসতেভাও-এর স্পট কিকে আরও দুটি গোল খেয়ে ধসে পড়ে আয়াক্স।

দ্বিতীয়ার্ধে প্রায় পুরো সময়জুড়েই আয়াক্সের ডিফেন্সের উপর চাপ বজায় রাখে চেলসি। তরুণ টিরিক জর্জ  ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন।

তিন ম্যাচে দুটি জয় ও একটি হার নিয়ে চ্যাম্পিয়নস লিগে শক্ত অবস্থান ধরে রাখল চেলসি। আর বিপরীতে আয়াক্সের ইউরোপীয় দুরবস্থা আরও গভীর হলো।