বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারিয়ে রিয়ালের তিনে তিন
চোট থেকে ফেরা জুড বেলিংহাম জুনের পর প্রথমবার গোলের দেখা পেলেন। ইংলিশ এই তারকার একমাত্র গোলেই চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে জাভি আলোন্সোর শিষ্যরা।
বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে এ জয়ে আসরে শতভাগ জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ।
এদিন ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত এক দৌড়ে তিনজন জুভেন্টাস খেলোয়াড়কে কাটিয়ে জায়গা তৈরি করে শট নেন। তার শটটি পোস্টে লেগে ফিরে এলে বেলিংহাম সহজেই গোল করেন—কাঁধের অস্ত্রোপচারের পর এটাই তার মৌসুমের প্রথম গোল।
জুভেন্টাস ১৩ সেপ্টেম্বরের পর থেকে এখনো জয়ের দেখা পায়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়বঞ্চিত তারা। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দুই, অন্যদিকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ পূর্ণ ৯ পয়েন্ট।