গার্ডনারের দ্রুততম সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
নারী ওয়ানডে বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে অস্ট্রেলিয়া। আজ ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দলটি। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অজি নারীরা। সমান ম্যাচে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০।
ইন্দোরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রানে থামে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সহজ জয় পেলেও শুরুটা অস্ট্রেলিয়ার জন্য স্বস্তিদায়ক ছিল না। অধিনায়ক অ্যালিসা হিলি খেলতে না পারায় আজকে ফোবি লিচফিল্ডের সঙ্গে ওপেন করেন জর্জিয়া ভল। তবে দু’জনেই রান পাননি। লিচফিল্ড ১ ও ভল ৬ রানে ফেরেন। তিন নম্বরে নেমে অভিজ্ঞ এলিস পেরি করেন ১৩ রান। বেথ মুনিও এই ম্যাচে রান পাননি। ২০ রান করে আউট হন তিনি। ৬৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার।
রানের চাপ অস্ট্রেলিয়াকে অনুভব করতে দেননি আনাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার। সাদারল্যান্ড তাও একটু ধীরে খেলছিলেন। গার্ডনার শুরু থেকে হাত খোলেন। আগেও একটি ম্যাচে ছ’নম্বরে নেমে শতরান করেছেন তিনি। এই ম্যাচেও করলেন। নারীদের এক দিনের ক্রিকেটে ছ’নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি শতরান করলেন গার্ডনার। ইনিংসে ১৬টি চার মেরেছেন তিনি।
শেষ পর্যন্ত ৭৩ বলে ১০৪ রান করে আউট হন গার্ডনার। শতক তুলে নেন ৬৯ বলে। নারীদের বিশ্বকাপে এটিই দ্রুততম সেঞ্চুরি। আরেক পাশে ৯৮ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। যদিও বল হাতে আরও ৩ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচ হন তিনিই।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার এমি জোনস ও ট্যামি বিউমন্ট দ্রুত রান করছিলেন। যদি বিশেষজ্ঞ বোলারদের দিন খারাপ যায় তা হলে দায়িত্ব নিতে হয় অলরাউন্ডারদের। সেটাই করলেন সাদারল্যান্ড ও গার্ডনার। ১৮ রানের মাথায় জোনসকে ফেরালেন সাদারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৭৮ রান করা বিউমন্টকেও আউট করলেন তিনি।
সাদারল্যান্ড ও গার্ডনারের দাপটে মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়ল ইংল্যান্ডের। ফলে বড় রান করতে পারল না তারা। উইকেট নিলেন গার্ডনারও। অস্ট্রেলিয়ার বাকি দুই স্পিনার সোফি মলিনিউ ও আলানা কিংও উইকেট নিয়েছেন। রান তোলার গতিও আটকেছেন তারা। ৫০ ওভারে কোনও রকমে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান করে ইংল্যান্ড। সাদারল্যান্ড ৩, গার্ডনার ও মলিনিউ ২ এবং কিং ১ উইকেট নেন।