ব্যাটে ঝড় তুলে ১১৯ বছরের রেকর্ড ভাঙলেন ‘বোলার’ রাবাদা
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৩৩ রান অতিক্রম করতে গিয়ে ৩০৬ রানে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ছোট হলেও পাকিস্তান তখন লিডের স্বপ্ন দেখছে। এগারো নম্বরে ব্যাটিংয়ে নেমে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করলেন পেসার কাগিসো রাবাদা। খেললেন ৬১ বলে ৭১ রানের খুনে ইনিংস। তাতে ৪০৪ রান তুলে ৭১ রানের লিড পায় প্রোটিয়ারা।
বিস্ফোরক এই ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেললেন রাবাদা। চারটি চার ও ছক্কায় গড়া এই ইনিংস টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সুদীর্ঘ ইতিহাসে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ।
এর আগের রেকর্ডটি ছিল বার্ট ভোগলারের, ১১৯ বছর আগের। ১৯০৬ সালের মার্চে কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। এত বছর পর তাকে ছাড়িয়ে গেলেন রাবাদা।
শেষ উইকেট জুটিতে সেনুরান মুথুসামীর সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন রাবাদা। শেষ জুটিতে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সেরা এটি। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষেই শেষ উইকেটে ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স ও মর্নে মর্কেল। ১৯২৯ সালে ইংল্যান্ডের বিপক্ষ হেডিংলিতে শেষ জুটিতে ১০৩ রান যোগ করেছিলেন টাপি ওয়েন-স্মিথ ও স্যান্ডি বেল। ইংলিশদের বিপক্ষেই ২০২০ সালে গেবেখায় ৯৯ রানের জুটি হয় কেশাভ মহারাজ ও ডেন প্যাটারসনের।
রাবাদা আজ ৭১ রানে আউট হলেও ব্যাট হাতে শেষ পর্যন্ত অবিচল ছিলেন মুথুসামী। সাত নম্বরে নেমে ১৫৫ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ৮টি চার হাঁকান প্রথম টেস্টে বল হাতে রেকর্ড গড়া এই ক্রিকেটার।