ধর্মীয় কারণেই ভারত দলে জায়গা হচ্ছে না সরফরাজের

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৯:৩৫
শেয়ার :
ধর্মীয় কারণেই ভারত দলে জায়গা হচ্ছে না সরফরাজের

গত পাঁচ বছরে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০.৪৭ গড়ে ব্যাটিং করেছেন সরফরাজ খান। ১০টি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন পাঁচটি অর্ধশতক। এরপরও সুযোগ পেয়ে বাদ পড়েছেন ভারত জাতীয় দল থেকে। এমনকি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত ‘এ’ দলেও জায়গা হয়নি তার। যেটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যা ক্রিকেট ছাড়িয়ে পৌঁছে গেছে অন্য অঙ্গনেও। 

সরফরাজ ‘এ’ দলেও জায়গা না পাওয়ায় অবিশ্বাস প্রকাশ করছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। তবে দেশটির কংগ্রেস নেতা শামা মোহামেদ আনলেন বিস্ফোরক অভিযোগ। তার মতে, সরফরাজের দলে জায়গা না পাওয়ার কারণ ধর্মীয়। 

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ইঙ্গিত দিয়ে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শামা বলেন, ‘সরফরাজ খান কি তার উপাধির (খান) কারণে নির্বাচিত হননি! আমরা জানি এই বিষয়ে গৌতম গম্ভীরের অবস্থান কী।’

স্যোশাল মিডিয়াজুড়ে শামার এই পোস্ট ব্যাপক আলোড়ন তুলেছে। সাবেক ক্রিকেটাররাও জানিয়েছে প্রতিক্রিয়া। দেশটির সাবেক পেসার অতুল ওয়াসান সাম্প্রদায়িক অভিযোগ উড়িয়ে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে আগে এমন কখনো ঘটেনি।’

এনডিটিভিকে তিনি বলেন, ‘আমি মনে করি এটি খুবই দুঃখজনক। আমি একমত যে সরফরাজকে তার প্রাপ্য সম্মান এবং সুযোগ দেওয়া হয়নি। কিন্তু কংগ্রেসের অভিযোগগুলি হাস্যকর। ভারতীয় ক্রিকেটে এটি কখনো ঘটেনি। বারবার আমরা ধর্মের কার্ড খেলার ঘটনা দেখতে পাই; এমনকি আজহারের (মোহাম্মদ আজহারউদ্দিন) সময়েও। আমি বিশ্বাস করি না যে এখানে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ আছে।’

ওয়াসান আরও বলেন, ‘আমি মনে করি না (দল নির্বাচনে) কেবল বর্তমান পারফরম্যান্স বিবেচনা করা উচিত। অনেক খেলোয়াড় বিভিন্ন ফর্ম্যাটে ভালো করছে। কিন্তু একবার একজন খেলোয়াড়কে বাছাই করা হলে, তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে। সরফরাজকে সেই ধরনের সুযোগ দেওয়া হয়নি।’