ঘরের মাঠে হারের শঙ্কায় পাকিস্তান
ঘরের মাঠে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করলেও দ্বিতীয় টেস্টে হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান। লাহোরে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩৩৩ রানের জবাবে ৪০৪ রানে থামে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা। ৬ উইকেট হাতে রেখে মাত্র ২৩ রানের লিড নিয়েছে তারা।
প্রথম ইনিংসে শান মাসুদ, সৌদ শাকিলের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান পায় ৩৩৩ রানের লড়াকু সংগ্রহ। এই রান অতিক্রম করতে গিয়ে ২৩৫ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ ২ উইকেটে অবিশ্বাস্য ব্যাটিং করে প্রোটিয়ারা। নবম উইকেটে ৭১ রানের জুটি গড়েন কেশাভ মহারাজ ও সেনুরান মুথুসামী। দলীয় ৩০৬ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন মহারাজ (৩০)।
শেষ উইকেটে আরও শক্ত জুটি গড়েন প্রোটিয়া ব্যাটাররা। ৯৮ রান যোগ করে পাকিস্তানকে চূড়ান্ত হতাশ করেন কাগিসো রাবাদা ও মুথুসামী। দলীয় ৪০৪ রানে শেষ ব্যাটার হিসেবে রাবাদা (৬১ বলে ৭১) আউট হলেও আরেক পাশে ১৫৫ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন মুথুসামী। অভিষেকেই ৬ উইকেট পান আসিফ আফ্রিদি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা লিড পায় ৭১ রানের।
লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চরম বিপদে পড়ে পাকিস্তান। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারিয়ে বসে ইমাম-উল-হক, শান মাসুদ ও আবদুল্লাহ শফিকের উইকেট। দলীয় ৬০ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন সৌদ শাকিল (১১)। তবে দিনের বাকি সময় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে নির্বিঘ্নেই কাটিয়ে দেন বাবর আজম। তিনি ৮৩ বলে ৪৯ রানে ও রিজওয়ান ১৬ রানে অপরাজিত থাকেন।