৩৮ বছরে অভিষেকে ৫ উইকেট নিয়ে আফ্রিদির বিশ্বরেকর্ড
৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন আসিফের দখলে।
এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার চার্লস মেরিওটের। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় ৯২ বছর পর সেই রেকর্ড ভাঙলেন আসিফ।
আসিফের দুর্দান্ত বোলিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩৩ রান করার পর বল হাতে দক্ষিণ আফ্রিকার ২৩৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। ফলে বড় লিড পাওয়ার পথেই এগোচ্ছে বাবর আজমের দল।
অভিষেক ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে আসিফ ফেরান টনি ডি জর্জি ও ডেভাল্ড ব্রেভিসকে। তৃতীয় দিনের সকালেই আরও ভয়ংকর হয়ে ওঠেন এই স্পিনার। তিনি আউট করেন কাইল ভেরেইনে, এরপর ৭৬ রান করা ত্রিস্তান স্টাবসকে এবং পরে সাইমন হারমারকে ফিরিয়ে গড়েন বিশ্বরেকর্ড।
পাকিস্তানের হয়ে এটি ছিল ২৬০তম টেস্ট অভিষেক। দেশের ইতিহাসে আসিফের চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছে মাত্র দুইজন ক্রিকেটারের—অফ স্পিনার মিরান বখশ ও অলরাউন্ডার আমির এলাহির।
১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেকের সময় মিরান বখশের বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন, যা এখনো পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড। আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলতে নামার সময় আমির এলাহির বয়স ছিল ৪৪ বছর ৪৫ দিন। তবে এলাহি এর আগেই, ১৯৪৭ সালে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক করেছিলেন।