লেভারকুসেনের জালে পিএসজির ৭ গোল

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ০৯:০৯
শেয়ার :
লেভারকুসেনের জালে পিএসজির ৭ গোল

রোমাঞ্চকর প্রথমার্ধে সাত মিনিটের ঝড়ে তিন গোল করে বায়ার লেভারকুসেনকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে প্রায় এক ঘণ্টা দুই দলই ১০ জনের দলে নেমে খেললেও তাতে থামেনি শিরোপাধারী ফরাসি ক্লাবটির গোলবন্যা।

তিন ম্যাচ শেষে গ্রুপ পর্বের শীর্ষে থাকা পিএসজির হয়ে ইনজুরি থেকে ফেরার পর গোল করেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা—উইলিয়ান প্যাচোর হেডে কর্নার থেকে আসে প্রথম গোলটি।

২৫তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল লেভারকুসেন। কিন্তু আলেহান্দ্রো গ্রিমালদোর নেওয়া পেনাল্টি পোস্টে লেগে ফিরে আসে।

এর পরই বিপদ বাড়ে জার্মান ক্লাবটির। ৩২তম মিনিটে পিএসজির দেজিরে দুফের গায়ে কনুই মারার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেভারকুসেন অধিনায়ক রবার্ট অ্যানডরিখ। তবে পাঁচ মিনিটের মধ্যেই পিএসজিও নেমে আসে ১০ জনে—ইলিয়া জাবারনিই ফাউল করলে পেনাল্টি পায় লেভারকুসেন।

আলেক্স গার্সিয়া স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান, কিন্তু তাদের আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট। দুফের দুর্দান্ত ফিনিশে আবার এগিয়ে যায় পিএসজি। এরপর খভিচা কভারাতস্কেলিয়ার শট পোস্ট ঘেঁষে জালে জড়ালে ৩-১ ব্যবধান, আর দুফের দ্বিতীয় গোল নিশ্চিত করে পিএসজির টানা তৃতীয় জয়ের পথ।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে নুনো মেন্ডেস গোল করে ব্যবধান বাড়ান ৫-১ এ। চার মিনিট পর গার্সিয়া একটি গোল শোধ দিলেও ৬৬তম মিনিটে দেম্বেলের সহজ ট্যাপ-ইনে ষষ্ঠ গোল আসে। এরপর ভিতিনহার গোলের মাধ্যমে ৭-২ ব্যবধানে জয়ের উৎসব সম্পন্ন করে পিএসজি।