আতলেতিকোকে উড়িয়ে আর্সেনাল বড় জয়

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৪
শেয়ার :
আতলেতিকোকে উড়িয়ে আর্সেনাল বড় জয়

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। যেখানে দ্বিতীয়ার্ধে দাপুটে পারফরম্যান্সে স্প্যানিশ জায়ান্টদের রীতিমতো বিধ্বস্ত করেছে গানাররা।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল সমান লড়াই, কিন্তু বিরতির পর আর্সেনালের ঝড়ে ভেসে যায় দিয়েগো সিমিওনের দল। গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল মার্তিনেলি ও ভিক্তর জোকারেসের জোড়া গোল আতলেতিকোকে একেবারে হতভম্ব করে দেয়।

৫৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিক থেকে হেড করে জালের দেখা পান গ্যাব্রিয়েল, ভেঙে যায় অচলাবস্থা।

এর সাত মিনিট পর দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করেন মার্তিনেলি। এরপর সুইডিশ স্ট্রাইকার ভিক্তর জোকারেসের শট ডিফ্লেকশন খেয়ে জালে জড়ালে ৩-০ তে এগিয়ে যায় আর্সেনাল—এতেই ভাঙে তার ক্লাব ও দেশের হয়ে টানা নয় ম্যাচের গোলখরা।

শেষ দিকে আবারও সেট-পিসে আতলেতিকোর ডিফেন্স ভেঙে পড়ে, কাছ থেকে বল ঠেলে নিজের দ্বিতীয় গোলটি করেন জোকারেস।

এই জয়ে আর্সেনাল টানা নয় ম্যাচে অপরাজিত রইল এবং গ্রুপ পর্বে নয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিল। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে আতলেতিকোকে এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে, কারণ এই হারেই শেষ হলো তাদের টানা ছয় ম্যাচের অপরাজিত ধারা।