রোনালদোর রেকর্ড ছোঁয়ার ম্যাচে সিটিকে জেতালেন হলান্ড
আর্লিং হলান্ডের রেকর্ডের ম্যাচে ভিয়ারিয়ালেকে ২-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। দলের হয়ে অন্য গোলটি করেন বার্নার্দো সিলভা।
লা সেরামিকায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই পেপ গার্দিওলার শিষ্যরা আধিপত্য বিস্তার করে। ম্যাচের ১৭তম মিনিটে রিকো লুইস ডান দিক দিয়ে দারুণ এক দৌড়ে উঠে নিখুঁত পাস দেন বক্সে থাকা হলান্ডকে। প্রথম স্পর্শেই ছয় গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন তিনি।
চলমান চ্যাম্পিয়নস লিগে হলান্ডের গোল হলো চারটি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ১৫টি। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এরই সঙ্গে স্পর্শ করলেন সাত বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া রেকর্ড। এই ১২ ম্যাচে হলান্ডে মোট গোল করেছেন ২৪টি।
৪০তম মিনিটে আবারও রিকো লুইসের পাস থেকেই আসে সিটির দ্বিতীয় গোল। ডান দিক থেকে লুইসের ক্রসে একেবারে ফাঁকায় থাকা অধিনায়ক বার্নার্দো সিলভা মাথা ছুঁইয়ে বল জালে জড়ান।
পুরো ম্যাচজুড়ে সিটির একচ্ছত্র আধিপত্যে ভিয়ারিয়ালের প্রতিরক্ষা ব্যস্ত থাকে নিজেদের অর্ধেই। শেষ পর্যন্ত কোনো ঝুঁকি ছাড়াই সহজ জয় পায় গার্দিওলার দল।
এই জয়ের ফলে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সিটির সংগ্রহ দাঁড়ায় দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্টে, অন্যদিকে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল পড়ে আছে বিপদে।