ধর্মীয় কারণে রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১৫:০৭
শেয়ার :
ধর্মীয় কারণে রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসনকে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক পদ থেকে সরানোর জন্য দায়ী করেছেন। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক ঘোষণায় রিজওয়ানের পরিবর্তে শাহিন শাহ আফ্রিদিকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। এই পেসার আসছে তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন।

বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই লতিফ এক ভিডিও বার্তায় জানান, রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হচ্ছে শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা তোলার কারণে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান দলের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হেসন নাকি দলের ড্রেসিংরুমে ক্রমবর্ধমান ইসলামী সংস্কৃতিকে “কমিয়ে আনার” চেষ্টা করছেন।

রশিদ লতিফ বলেন, ‘গুজব চলছে, রিজওয়ান আর অধিনায়ক নেই। শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা তোলার জন্য তাকে সরানো হবে? ইসলামী দেশে একজন অনইসলামিক অধিনায়ক বসানোর চিন্তা চলছে—এটা মাইক হেসনের কাজ। তিনি দলের এই সংস্কৃতি পছন্দ করেন না, এটি শেষ করতে চান। আমাদের সময় ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার, সাকলায়েন মুশতাক—কেউ কখনও আপত্তি করেনি।’

এদিকে শাহিনকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া নির্বাচক কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন মাইক হেসন। পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনও নির্বাচক কমিটির বৈঠকে অংশ নেন, যেখানে সিদ্ধান্ত হয় শাহিন পাকিস্তানের ওয়ানডে দলকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেতৃত্ব দেবেন।’

রিজওয়ান অধিনায়ক হিসেবে দারুণভাবে শুরু করেছিলেন। ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দশকেরও বেশি সময় পর সিরিজ জয়ের মাধ্যমে ওয়ানডে নেতৃত্বে অভিষেক হয় তার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্লিন সুইপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় পায় পাকিস্তান।

তবে এ বছর শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ট্রাই-সিরিজের ফাইনালে পরাজয় ও ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আগাম বিদায়ের পর দলের পারফরম্যান্সে ভাটা পড়ে। এরপর ক্যারিবীয় সফরে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার পাকিস্তানের পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

শাহিন আগেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন—২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি–টোয়েন্টিতে, যেখানে পাকিস্তান ৪–১ ব্যবধানে হেরে যায় এবং পরবর্তীতে তাকেও অধিনায়কত্ব থেকে সরানো হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে।