মিচেলের অভিষেকে কিংসের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২১:০৩
শেয়ার :
মিচেলের অভিষেকে কিংসের স্বস্তির জয়

প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের জার্সিতে বাংলাদেশ ফুটবল লিগে খেললেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। মাঠে নামার পরপরই গোল করার সুযোগ পেলেও ব্যক্তিগত গোলের খাতা খুলতে পারেননি তিনি। তবুও তার অভিষেকের ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস পেয়েছে কিংস।

সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ফর্টিসকে ২-১ গোলে হারায়। চলতি লিগে এটি দলের প্রথম জয়। এর আগে কিংস পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করেছে।

আগামী শনিবার আল-সাইবের বিপক্ষে মাঠে নামবে কিংস, যা তাদের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের শুরু। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার এবং ৩১ অক্টোবর আল-কুয়েতের সঙ্গে তাদের আরও দুটি ম্যাচ রয়েছে।

ফর্টিসের বিপক্ষে ম্যাচের শুরুতেই কিংস এগিয়ে যায়। মাঝমাঠ থেকে লম্বা ক্রস করা রাফায়েল আগুস্তোর পাসে ফাঁকা জায়গায় থাকা দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো নিখুঁত হেডে গোল করেন। শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেইরা কিছু করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে কিংস ফর্টিসের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ৬০ মিনিটে ফাহিমের শট লক্ষ্যভেদ করে দলের দ্বিতীয় গোল আসে। এরপর মিচেল এবং ইমানুয়েল সানডে ৭১ মিনিটে মাঠে নামলেও গোল করতে পারেননি।

খেলার শেষ দিকে ফর্টিসের একমাত্র গোল আসে অনিকাচি ওকাফোরের শটে। তবে এই গোলেই ম্যাচের ফলাফলে পরিবর্তন আনেনি।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায়। ম্যাচের একমাত্র গোল করেন আকোবির তুরায়েভ। হারের সঙ্গে আরামবাগের অভিজ্ঞতাও তিক্ত হয়েছে, দলের টিম ম্যানেজার মজিবুর রহমান লাল কার্ড দেখেছেন।