রিশাদ টেস্টেও সফল হবে: মুশতাক

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৮:৪৩
শেয়ার :
রিশাদ টেস্টেও সফল হবে: মুশতাক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের নির্ধারণী দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের স্পিন পরামর্শক মুশতাক আহমেদ তার শিষ্যদের সতর্ক করেছেন যে, স্পিন সহায়ক উইকেট দেখে যেন তারা অতিরিক্ত উচ্ছ্বসিত না হয় এবং নিজেদের প্রক্রিয়ায় মনোযোগ ধরে রাখে। ২১ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুদলই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও আকিল হোসেনকে দলে নিয়েছে, যা প্রমাণ করে কালো মাটির ধীরগতির এই উইকেটে স্পিনাররাই বড় ভূমিকা রাখবেন।

মুশতাক বলেন, ‘স্পিনার হিসেবে এমন উইকেট দেখলে অনেকে অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। তখন নিজের প্রক্রিয়া ভুলে যায়। কিন্তু প্রক্রিয়াই আসল—ভালো ওভার বল করলেই উইকেট আসবে, শুধু ভালো বল করলেই নয়। টার্নিং উইকেটে মেইডেন ওভার দিতে হয়, তবেই সাফল্য আসে।’

রিশাদ হোসেনের আগের ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স নিয়েও তিনি বলেন, ‘অনেকে ভাবে কাজটা সহজ, কিন্তু আসলে তা নয়। এমন উইকেটে পারফর্ম করতে চাপ থাকে। তরুণ লেগস্পিনার হিসেবে রিশাদ দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে, লাইন-লেংথ ঠিক রেখে বল করেছে এবং এখন ভালো করছে—এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবর।’

বাংলাদেশে অনেক তরুণ লেগস্পিনার আছে জানিয়ে মুশতাক বলেন, ‘আমরা মিরপুরে দুদিনের এক সেশন করেছি, সেখানে অনূর্ধ্ব–১৫, ১৬, ১৭ এবং ১৯ দলে অনেক প্রতিশ্রুতিশীল লেগস্পিনার ছিল। তারা নিয়মিত ভিডিও পাঠায়, আমি পরামর্শ দিই। তরুণ বয়সেই যদি বায়োমেকানিকালি সঠিক ও পুনরাবৃত্তিযোগ্য অ্যাকশন গড়ে তোলা যায়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়া সম্ভব।’

তিনি আরও যোগ করেন, ‘লাল বলের ক্রিকেটই আসল শিক্ষা দেয়—পরিস্থিতি বোঝা, পিচ পড়া, পরিকল্পনা করা। তাই রিশাদসহ তরুণ স্পিনারদের বেশি করে লাল বলের ক্রিকেট খেলা উচিত। আমি নিশ্চিত, রিশাদ টেস্ট ক্রিকেটেও সফল হতে পারবে। তার উচ্চতা, বাউন্স আর ভালো রংগান থাকায় সে বড় ব্যাটসম্যানদেরও বিপদে ফেলতে পারে।’

মুশতাকের মতে, রিশাদ এখন ধারাবাহিকভাবে ভালো ওভার বল করতে পারলে টেস্ট দলে জায়গা পাওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারবে।