শিরোপা হারানো আর্জেন্টিনার তরুণদের যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৫:১৩
শেয়ার :
শিরোপা হারানো আর্জেন্টিনার তরুণদের যা বললেন মেসি

২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন আগেই। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বেশ সফল তার দল। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন তারা। অপ্রতিরোধ্য যাত্রায় এবারও পৌঁছে গিয়েছিল ফাইনালে। তবে শিরোপার মঞ্চে মরক্কোর কাছে স্বপ্নভঙ্গ হয়। 

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। নিজ দেশ শিরোপা জিতবে সেই আশা ছিল মেসির। তিনি নিজে এই স্বাদ নিয়েছিলেন ২০০৫ সালে। কিন্তু দিয়েগো প্ল্যাসেন্তের শিষ্যরা পারলো না। চিলি থেকে দুঃখভারাক্রান্ত মন নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের।

তবে শিরোপা হারালেও উত্তরসূরীদের পারফরম্যান্সে সন্তুষ্ট মেসি। তরুণদের মাথা উঁচুই রাখতে বলছেন ইন্টার মায়ামির এই তারকা। ইনস্টাগ্রামে এই তারকা বলেন, ‘ছেলেরা, মাথা উঁচুতে রাখো! তোমরা অসাধারণ একটা টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই তোমাদের কাপ উঁচিয়ে ধরা দেখতে চেয়েছিলাম। তোমাদের উপহার ও সাদা-নীল দলকে রক্ষা করার গর্ব আমাদের আনন্দ দিয়েছে।’