যার ম্যাচ দেখতে যেতেন, তাকেই টেস্ট ক্যাপ পরালেন শাহিন

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৩:৩০
শেয়ার :
যার ম্যাচ দেখতে যেতেন, তাকেই টেস্ট ক্যাপ পরালেন শাহিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ পাকিস্তান দলে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী এই স্পিনার ঘরোয়া ক্রিকেটে দুই শ’র ওপর ম্যাচ খেললেও এতদিনে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ মিলেছে। আসিফকে ক্যাপ পরিয়ে দিয়েছেন পাকিস্তান দলের তারকা পেসার শাহিন আফ্রিদি। 

লাহোরের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অতিরিক্ত একজন স্পিনারকে খেলানোর উদ্দেশ্যেই আসিফকে দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে ক্যাপ পরানো শাহিনের বয়স মাত্র ২৫। একসময় আসিফের খেলাও দেখতে যেতেন শাহিন। 

ঘটনার বর্ণনায় শাহিন বলেন, ‘আসিফ আফ্রিদি যখন তার সেরা সময়ে ছিল, তখন আমি আমার ভাইয়ের সাথে তার ম্যাচ দেখতে মাঠে যেতাম। এবং সত্যি বলতে, এটা দারুণ ব্যাপার ছিল। সেই সময় থেকেই তিনি খুব পরিশ্রমী এবং কখনো হাল ছাড়েননি। তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন—জাতীয় টি-টোয়েন্টি এবং পিএসএলে। আপনি সত্যিই পাকিস্তানের ক্যাপ পাওয়ার যোগ্য; অভিনন্দন।’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে একজন দারুণ ক্রিকেটার আসিফ আফ্রিদি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ডই তার হয়ে কথা বলে। ৫৭ ম্যাচে ২.৯২ ইকোনমি রেটে ১৯৮ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ১৩ বার নিয়েছেন পাঁচ উইকেট এবং দুইবার দশ উইকেট। 

২০২৫-২৬ মৌসুমের হানিফ মোহাম্মদ ট্রফিতেও অসাধারণ পারফর্মার ছিলেন আসিফ। পাঁচ ম্যাচে ২.৩৩ ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়ে শীর্ষস্থানীয় উইকেটশিকারী হিসেবে শেষ করেছিলেন টুর্নামেন্ট।