প্রতিপক্ষের ২ লাল কার্ডের ম্যাচে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল
স্প্যানিশ লা লিগায় বার্সাকে হটিয়ে শীর্ষে উঠতে হলে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। তবে ম্যাচটি ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকেই আগাচ্ছিল। শেষদিকে ছড়ায় উত্তেজনা। ৭৭ থেকে ৮৪—সাত মিনিটের মধ্যে বহিষ্কার হন গেতাফের দুই ফুটবলার। এর মাঝেই কিলিয়ান এমবাপ্পের দেওয়া গোলে জয় ছিনিয়ে নেয় রিয়াল। আপাতত নিশ্চিত হয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
গেতাফের মাঠে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে প্রথম ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
প্রথমার্ধে আলো ছড়াতে পারেননি রিয়ালের ফুটবলাররা। তবে বিরতির পর তুলনামূলক ভালো খেলে দলটি। ৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর, মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন গেতাফের ডিফেন্ডার আলান নিওম। গেতাফে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানালে খেলা বন্ধ থাকে কিছু সময়।
খেলা শুরু হতেই গোল পায় রিয়াল। বদলি নামা আর্দা গুলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন কিলিয়ান এমবাপ্পে। গেতাফে গোলরক্ষকের হাত ছুঁয়ে সেটি জালে জড়ায়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফরাসি এই তারকা।
কিছুক্ষণ পর আরও এক লাল কার্ড খায় গেতাফে। এবারও সেই ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস। তবে ৯ জনের দল পেয়েও আর গোল আদায় করতে পারেনি রিয়াল।