ম্যাগুয়ের ম্যাজিকে ৯ বছর পর ইউনাইটেডের অ্যানফিল্ড জয়
৭৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর অনেক চেষ্টার পর ৭৮ মিনিটে গোল দিয়ে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। তবে রাতটি লেখা ছিল হ্যারি ম্যাগুয়েরের নামে। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে লিভারপুলের জালে বল পাঠিয়ে রেড ডেভিলদের উচ্ছ্বাসে মাতান এই ডিফেন্ডার। ওই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
২-১ গোলের জয়ে লিভারপুলের বিপক্ষে দীর্ঘ এক অস্বস্তিকর যাত্রারও ইতি টানল ইউনাইটেড। প্রায় ৯ বছর পর লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টারের এই ক্লাবটি।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারল লিভারপুল। আট ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে ইউনাইটেড। লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে বোর্নমাউথ তিন নম্বরে আছে। ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
এদিন ম্যাচের ৬৩ সেকেন্ডেই স্বাগতিকদের স্তব্দ করে দেয় ইউনাইটেড। আমাদ দিয়ালোর থ্রু বলে দ্রুত এগিয়ে দারুণ এক কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো। এরপর একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোল পায়নি কোনো দল।
বিরতির পর লিভারপুল চাপ বাড়ালেও ভাগ্য সহায় হয়নি। এরপর গাকপো গোল পেলেও শেষ মুহূর্তে লিভারপুলকে হার উপহার দেন ম্যাগুয়ের। এর আগে তিন ম্যাচে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস ও চেলসির মাঠে এবং চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের মাঠে হেরেছিল লিভারপুল।