আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ০৮:২৪
শেয়ার :
আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

টানা ছয় ম্যাচ জিতে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এই সময়ে ১৫টি গোল দিয়ে হজম করেছে মাত্র ২টি। তবে শিরোপার লড়াইয়ে তারা হেরে গেল আফ্রিকার দেশ মরক্কোর কাছে। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন দলটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আনন্দে মেতেছে মরক্কো। 

মাত্র দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো। মোহামেদ ওয়াহবির দলের আগে এই কীর্তি ছিল পশ্চিম আফ্রিকার দেশ ঘানার। ২০০৯ সালে শিরোপা ঘরে তুলেছিল আন্দ্রে আইয়ুর দল। 

চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে ফেবারিট ছিল আর্জেন্টিনাই। তবে ৭৬ শতাংশ বল দখল আর ২০টির মতো শট নিয়েও ভাগ্যকে সহায় করতে পারল না আর্জেন্টাইনরা। যতটুকুই বল পায়ে থেকেছে, ততক্ষণই আর্জেন্টিনার রক্ষণে ত্রাস ছড়িয়েছেন মরক্কোর ফুটবলাররা।

 আফ্রিকার দেশটি তাদের দুই গোল পায় প্রথমার্ধে। ম্যাচের ১২তম মিনিটে দারুণ গোছালো এক আক্রমণে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন জাবিরি। তবে শঙ্কা টের পেয়ে বক্সের ঠিক বাইরে এসে তাকে ফাউল করেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিয়াগো বারবি। ভিএআর যাচাইয়ের পর বাবরিকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সঙ্গে মরক্কোকে ফ্রি কিক নেওয়ার নির্দেশ দেন। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি জাবেরি। বাঁ পায়ের জোরালো শটে প্রথমবার আর্জেন্টিনার জালে বল জড়ান পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের এই ফরোয়ার্ড।

২৯ মিনিটে দ্বিতীয় গোল পায় মরক্কো, নায়ক এবারও সেই জাবেরি। ওথমানে মাম্মার অ্যাসিস্টে নিজের ও দলের ব্যবধান বাড়ান তিনি। শেষ পর্যন্ত এই সমীকরণেই শেষ হয় ম্যাচ। শিরোপার আনন্দে মাতে মরক্কো।