টানা ৫ ড্রয়ের পর এবার হারল জুভেন্টাস
বেশ কয়েকবছর ধরেই ধারহীন ইতালিয়ান সিরি’আর একসময়ের জায়ান্ট জুভেন্টাস। চলতি মৌসুম শুরুর পরও বর্ণহীন তুরিনের দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্রয়ের পর এবার হার দেখল দলটি।
আজ রোববার সিরি’আয় জুভেন্টাস ২-০ গোলে হেরেছে কোমোর কাছে। দুই অর্ধে এসেছে এই দুইটি গোল। ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক-অলিভারের ভলিতে এগিয়ে যায় কোমো। পরে ৭৯তম মিনিটে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস।
চলতি সিরি’আয় কোমোর ফুটবলাররা ৭ ম্যাচে ৯ গোল করে। যার মধ্যে আটটিতেই যোগ আছে নিকো পাসের। আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
এই জয়ে সিরি’আয় সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে কোমো। সমান পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে ইউভেন্তুস।
জুভেন্টাসের আজকের আগে পাঁচ ড্রয়ের যাত্রা শুরু হয় গত সেপ্টেম্বরে। চ্যাম্পিয়নস লিগে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল তারা। এরপর সিরি’আয় হেল্লাস ভেরোনা ও আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। চ্যাম্পিয়নস লিগে খেলে এরপর ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ সমতায় ম্যাচ শেষ করে। টানা পঞ্চম ম্যাচে তারা ড্র করে এসি মিলানের বিপক্ষে, সিরি’আয়।