প্রথমবারের মতো এমএলএসে গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৭
শেয়ার :
প্রথমবারের মতো এমএলএসে গোল্ডেন বুট জিতলেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) দুরন্ত ফর্মে আছেন লিওনেল মেসি। বয়স ৩৮ হয়ে গেলেও একের পর এক গোল পাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচেই জোড়া গোল পাওয়া মেসি এবার ন্যাশভিলের বিপক্ষে করলেন এমএলএস ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক। তাতে ইন্টার মায়ামিকে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি জিতলেন গোল্ডেন বুটও।

নিয়মিত মৌসুম শেষ, এবার প্লে-অফ রাউন্ডের মাধ্যমে নিশ্চিত হবে শিরোপা। চলতি এই মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফলে তার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

গোল্ডেন বুট জয়ের পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি'র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন। এমএলএসের এক নিয়মিত মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধু তিনজন খেলোয়াড়ের। তারা হলেন–কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) এবং জলাতান ইব্রাহিমোভিচ (৩০)।

২৯টি গোল ছাড়াও এবারের মৌসুমে ১৯টি অ্যাসিস্ট করেছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪৮ গোলে। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদান রাখার রেকর্ড কার্লোস ভেলার।