ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, শুভমানের লজ্জা
বৃষ্টির বাধায় ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে নেমে এসেছিল ২৬ ওভারে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অজিদের কাছে পাত্তাই পেল না সফরকারী ভারত। পার্থের অপটাস স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে মিচেল মার্শের দল। ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। ডিএলএস পদ্ধতিতে সেই লক্ষ্য দাঁড়ায় ১৩১ রানে, যা ২৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
আজকের হারের মাধ্যমে টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সংস্করণেও হারের লজ্জা দিয়ে অধিনায়কত্ব শুরু করলেন গিল। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এই লজ্জা আছে আরও ৮ ক্রিকেটারের। যে তালিকায় আছেন- স্টিফেন ফ্লেমিং, শন পোলক, তিলকরত্নে দিলশান, ব্রেন্ডন ম্যাককালাম, হ্যামিল্টন মাসাকাদজা, বিরাট কোহলি, মোহাম্মদ রিজওয়ান ও জেসন হোল্ডারদের মতো তারকারা।
ভারত এদিন শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়েন। ৪৫ রানের মধ্যেই প্রথম ৫ উইকেট হারায় তারা। রোহিত শর্মা (৮), বিরাট কোহলি (০), শুভমান গিল (১০), শ্রেয়াস আইয়াররা (১১) কেউই রান পাননি। এরপর পাঁচ ও ছয় নম্বরে নামা অক্ষর প্যাটেল (৩৮ বলে ৩১) ও লোকেশ রাহুল (৩১ বলে ৩৮) ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেললে এক শ ছাড়ায় ভারত। শেষদিকে নীতিশ কুমার রেড্ডি ১১ বলে ১৯ রান করলে ১৩৬ রানের পুঁজি পায় সফরকারীরা।
দুরন্ত বোলিংয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলেন জশ হ্যাজলউড। ৭ ওভারে ২ মেডেনসহ ২০ রান খরচায় ২ উইকেট নেন তিনি। অভিষিক্ত মিচেল ওয়েন আর ম্যাথু কুনেমানও শিকার করেন ২ উইকেট। বাকি দুই উইকেট মিচেল স্টার্ক, নাথান এলিস।
জবাব দিতে নেমে দ্রুতই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের দুই ব্যাটার ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট ফিরে যান। তবে দায়িত্বশীল ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক মার্শ (৫২ বলে ৪৬*)। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনিই। ২৯ বলে ৩৭ রান করেছেন উইকেটকিপার ব্যাটার জশ ফিলিপ। আর ২৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন ম্যাচ রেনশ।