স্টার্কের ‘১৭৬.৫ কিমি’ গতির বল, আসল ঘটনা কী

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৭:০২
শেয়ার :
স্টার্কের ‘১৭৬.৫ কিমি’ গতির বল, আসল ঘটনা কী

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের ঘটনা—রোহিত শর্মাকে বল করলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তাৎক্ষণিক স্পিডোমিটারে ভেসে উঠল- বলের গতি ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। বেশ বিস্ময়কর ঘটনাই। 

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতির বল পাকিস্তানের পেসার শোয়েব আখতারের। ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শন টেইট এবং ব্রেট লির ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টার বল। এর পরই রয়েছে জেফ্রি থমসনের ১৬০.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল।

ফলে স্টার্ক নতুন রেকর্ড গড়লেন কি না সেটি নিয়ে জাগে কৌতুহল। যদিও ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বল করা অনেকটাই অসম্ভব। এটি নিয়ে তুমুল আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

মূলত, স্পিডোমিটারের প্রযুক্তিগত ত্রুটির কারণেই বলের গতি অত বেশি উঠেছে। ৩৫ বছর বয়সী এই পেসারের ওই বলের মূলত গতি ছিল ১৪০.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই বলে এক রান নিয়েছিলেন রোহিত।